সেখ মিলন (ভাতাড়, পূর্ব বর্ধমান) পুকুর থেকে দেহ উদ্ধার প্রৌঢ়ের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতাড়ের কুলনগর গ্রামে ।মৃতের নাম হিরু বাগদি ।বয়স ৬০ বছর। বাড়ি ভাতাড়ের কামারপাড়া এলাকায়। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ভাতাড়ের কামারপাড়ার বাসিন্দা হিরু বাগদী দীর্ঘদিন ধরে এক মাছ চাষীর কাছে কাজ করতেন। ভাতাড়ের কুলনগর এলাকায় ওই মাছচাষী একটি পুকুরে মাছ চাষ করেছিলেন ।বৃহস্পতিবার সকালে ওই পুকুর ধার থেকে হিরু বাবুর দেহ দেখতে পান স্থানীয়রা। এরপরই দেহ উদ্ধার করে ভাতাড় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা হিরু বাবুকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য দেহটি বর্ধমান পুলিশ মর্গে পাঠায়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।