পিতৃহারা,

সঞ্চিতা পোদ্দার,

দিপাবলী তে মাগো সবার ঘরে
জ্বলছে রং বেরং এর আলো।
মোদের ঘরটা মাগো আঁধারে আঁধারে চারিদিক কেমন কাল
ওদের মনে কত আনন্দ করছে
কেমন নতুন জামা পড়ে খেলা।
পুজোর দিনও খিদের জ্বালায়
কাটছে দিন কাটছে মোদের বেলা।

বাবার হাত ধরে মাগো ওরা কেমন
ফোটায় বাজি পটকা।
বাবা যে মোর ফটো তে আছে
বাঁধা মাগো দেখে লাগে ঝটকা।

এসো ফিরে কতবার কাঁদি বলে বলে।
বাবা একটি বার এসে
নাও না আমায় কোলে।

সব পুজো তে মা যে মোর কাঁদে ঘরে একা।
তবুও তো বাবা তোমার আর মেলে না দেখা।

সঙ্গী সাথি ওদের বাবা যখন করে আদর।
তখন মোর কাঁন্না মোছায় একমাত্র চাদর।

একমাসের ছিলাম তুমি গেছো আমায় ছেড়ে।
একটু করে বাবা বড়ো হচ্ছি ওঠছি আমি বেড়ে।

       এই জনমে বাবা তোমার পেলাম 
            না তো আদর ভালোবাসা।

পরের জনমে মাগো আমায় করো না পিতৃহারা
তোমার কাছে এইটুকু চাই এইটুকু করি আশা।

Leave a Reply