‘পিএসি চেয়ারম্যান কি বিরোধী দল থেকেই হয়’? রাজ্য কে হাইকোর্ট
মোল্লা জসিমউদ্দিন ,
মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্ডালের ডিভিশন বেঞ্চে পিএসসি চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল।কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় এই জনস্বার্থ মামলাটি দাখিল করেছেন। গত ১১ জুন রাজনৈতিক নেতা মুকুল রায় বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগদান করে থাকেন।প্রাপ্তি যোগে গত ৯ জুলাই রাজ্য বিধানসভার পিএসি চেয়ারম্যান পদে নিয়োগ হন।আর এই নিয়োগ ঘিরেই চলে আইনী জটিলতা। মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্ডাল রাজ্যের কাছে জানতে চান – ‘ পিএসি চেয়ারম্যান কি বিরোধী দল থেকেই হয়? ‘ রাজ্য অবশ্য কোন উত্তর দেয়নি।আগামী ৬ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। এর আগের শুনানিতে বিধানসভার স্পিকারের পক্ষে রাজ্যের এডভোকেট জেনারেল কিশোর দত্ত কলকাতা হাইকোর্টের কাছে হলফনামা পেশে চেয়েছিলেন দু সপ্তাহের সময়সীমা। তবে কলকাতা হাইকোর্ট এই সময়সীমা কমিয়ে দুদিন সময় বেঁধে দিয়েছিল স্পিকার কে হলফনামা পেশে।এতে রাজ্য চাপে পড়ে যায় বলে মনে করে থাকে ওয়াকিবহাল মহল। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্ডাল এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে রয়েছে রাজ্য বিধানসভার পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান পদে মুকুল রায় কে নিয়োগ সংক্রান্ত মামলা।এই জনস্বার্থ মামলাটি দাখিল করেছেন নদীয়ার কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। নিয়ম না মেনে পিএসি চেয়ারম্যান পদে মুকুল রায় কে বসানো হয়েছে বলে দাবি করে এই মামলাটি দাখিল করেছেন এই গেরুয়া বিধায়ক। আগের শুনানি পর্বে বিধানসভার স্পিকারের পক্ষে রাজ্যের এডভোকেট জেনারেল কিশোর দত্ত জানিয়েছেন – ‘ পিএসির চেয়ারম্যান নিয়োগ নিয়ে আরও কিছু বলার আছে।বিস্তারিত জানাতে দু সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হোক।’ তবে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্ডালের ডিভিশন বেঞ্চ রাজ্যের এই আর্জি খারিজ করে ছিলেন । পাশাপাশি ১২ আগস্টের মধ্যে বিধানসভার স্পিকার কে পিএসি চেয়ারম্যান নিয়োগে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। বিজেপির পক্ষে আইনজীবী কে এস নরসিংহ জানান – ‘ সাংসদীয় ব্যবস্থায় এই ধরনের ক্ষমতা স্পিকার প্রয়োগ করতে পারে কিনা, তা খতিয়ে দেখার প্রয়োজন আছে।এটি খুবই গুরত্বপূর্ণ ‘। প্রসঙ্গত উল্লেখ্য, সাধারণত বিধানসভায় বিরোধী দলের কেউ পিএসসি চেয়ারম্যান পদে আসীন হন।বিধানসভার ফলপ্রকাশের পরে একদা বিজেপি বিধায়ক মুকুল রায় তাঁর পুরাতন দল তৃণমূলে ফিরে আসেন।দলে প্রত্যাবর্তনের পুরস্কার হিসাবে পিএসি চেয়ারম্যান পদে নিয়োগ পান বলে বিজেপির অভিযোগ। আগামী ৬ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে।