পাহাড়ি মেঘ পিওন

মৌ চক্রবর্তী

আকাশ পটে পাহাড়টা ঐ
বিচিত্র সব ছবি আঁকে
তিস্তা নদী দুচোখ মেলে
অবাক হয়ে পাহাড় দেখে।
চঞ্চলা হয় সেই নদীটাই
ঝর্ণা যখন ঝরে বুকে
আকাশ তখন রঙ বদলায়
পাহাড় টাও।আসছে সুখে।
ছোট বড়ো ফুলের গাছে
নাম না জানা কতোই যে ফুল
পাহাড় গায়ে ছবির মতো
স্বর্গ বলে হচ্ছে ভুল।
বৃষ্টি ছুঁলো চোখের পাতা
মনটাকে ও সে ভিজিয়ে দিলো
হাতবাড়িয়ে নিজের সাথে
বন্ধু মোদের করে নিলো।
রোদের সোনা ছড়িয়ে দিয়ে
প্রকৃতিকে সাজায় মেঘ
নদীও তখন কলস্বরা
মূর্ত হয় তার আবেগ।
অবাক করা সেই সে ছবি
মন টা যে আজ মেলছে ডানা
ঘরের বাঁধন যাক না টুটে
বন্ধনে আজ পরতে মানা।
আজকে শুধুই খুশির ছোঁয়া
উছল হাসি-মজার দিন
আকাশ-পাহাড়-নদীর-নদীর কাছে
রইলো পড়ে অনেক ঋণ।
ভালো থেকো আকাশ নদী
ঝর্ণা পাহাড় খুশী থেকো।
প্রকৃতিতে থাক শুধুই মজা
সুন্দরতায় ভরিয়ে রেখো।

Leave a Reply