সেখ সামসুদ্দিন ১৪ জুনঃ রেলের আধিকারিকরা কথা রাখলেন না। কথা বলব বলেও আজ বুলডোজার চালিয়ে দিলেন তাদের দোকান ঘরের উপর দিয়ে। প্রসঙ্গক্রমে পাল্লারোড রেল কলোনির বাসিন্দা ও ব্যবসায়ীরা পূনর্বাসনের দাবিতে গতকাল পাল্লারোড স্টেশন সংলগ্ন বুকিং কাউন্টারের সামনে অনশন করেছিলেন। সম্প্রতি রেলের জায়গা ফাঁকা করার জন্য ওই এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের ঘর ফাঁকা করে ভেঙ্গে সরিয়ে নেওয়ার নোটিশ জারি করা হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে গতকাল সপরিবারে অনশনে বসার সিদ্ধান্ত নিয়ছিলেন। শেষ পর্যন্ত রেল কর্তৃপক্ষ তাদের আশ্বাস দিয়েছিলেন আজ তাদের নিয়ে একটি সভা করবেন এবং উচ্ছেদের নোটিশ এখনি কার্যকর হবে না। ফলে এলাকাবাসীরা তাদের অনশন তুলে নিয়েছিলেন। কিন্তু আজ সমস্ত আশায় জল ঢেলে দিয়ে তাদের উচ্ছেদ করা হল। রাত না পেরোতেই তাদের খোলা আকাশের নীচে দাঁড় করিয়ে দেয়। রেলের এই অমানবিক পদক্ষেপে এলাকাবাসী ক্ষুব্ধ।

Leave a Reply