মারাত্বক দূর্ঘটনা
বরাতজোড়ে প্রানহানি থেকে রক্ষা
সেখ সামসুদ্দিন, ২৭ এপ্রিলঃ পূর্ব বর্ধমানের মেমারির পাল্লারোডে পাল্লারোড প্রাথমিক বিদ্যালয়ের সামনে বালি বোঝাই ডাম্পারের দৌরাত্য নিয়ে ক্ষোভ দীর্ঘদিনের। গাড়ির বেপোরোয়া গতিবেগ, ওভারটেক, ওভারলোড নিয়ে যাতায়াত নিয়ে ক্ষোভ জমছিল। এর মধ্যেই আজ দুপুর ৩টে নাগাদ একটি ডাম্পারের বেপোরোয়া গতিবেগের কারণে ঘটল দূর্ঘটনা। একটি ট্রাক্টরকে ওভারটেকের সময় ডাম্পারের চাকার সাথে আটকে যায় ট্রাকটরের ট্রলি। সেই অবস্থায় প্রায় ৩০০ মিটার টেনে নিয়ে গিয়ে প্রথমে টেলিফোনের পোলে ধাক্কা তারপর রাস্তার ধারের পাথরের স্তুপে উঠে পড়ে। এরপর শিশুনিকেতন স্কুলের পাঁচিলের গায়ে ধাক্কা লেগে থামে। বরাতজোড়ে ট্রাকটরের ড্রাইভার খালাসি আহত ছাড়া কোনো হতাহত হয়নি। স্থানীয়রা এরপর বিক্ষোভ দেখায়। পুলিশ এসে স্থানীয়দের দাবী মত পথ সুরক্ষা ও নিরাপত্তার আশ্বাস দেওয়ায় অবরোধ ওঠে। পুলিশ ক্রেনের মাধ্যমে গাড়ি ২টি সরিয়ে রাস্তা পরিস্কার করে যান চলাচল স্বাভাবিক করে। প্রসঙ্গত দুপুর বেলা হওয়ায় ওই রাস্তা ফাঁকা থাকায় বড়সড় দূর্ঘটনা থেকে বেঁচে যায়। নয়তো যেখানে দূর্ঘটনা ঘটে তার আশপাশে প্রাইমারী স্কুল, মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নেতাজী শিশু উদ্যান, শিশুনিকেতন ও পাল্লারোড হাসপাতাল হওয়ায় নিত্যদিনই দুপুর বাদে দিনের বাকি সময় লোক জমায়েত হয়েই থাকে। তাই গাড়ির গতি নিয়ন্ত্রণ সহ পথ নিরাপত্তার কথা না ভাবা হলে ভবিষ্যতে এর থেকেও বড় দূর্ঘটনার আশঙ্কা থেকেই যায়।