আমিরুল ইসলাম,
ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর উপস্থিতিতে মঙ্গলকোট পালিগ্রাম অঞ্চলে বুথ ভিত্তিক কর্মী বৈঠক।

পূর্ব বর্ধমান জেলা মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিগ্রাম অঞ্চলের গোবিন্দপুরে অনুষ্ঠিত হলো বুথ ভিত্তিক কর্মী বৈঠক।
মঙ্গলকোট বিধানসভার বিধায়ক তথা মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব চৌধুরীর উপস্থিতিতে মঙ্গলকোটের পালিগ্রাম আঞ্চলে বুথ ভিত্তিক কর্মী বৈঠক অনুষ্ঠিত হলো।

উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী, ব্লকের নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন মেহেবুব চৌধুরী, রেজাউল হক, শান্ত সরকার, মজনু সেখ, পালিগ্রাম অঞ্চলে অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রহিম শেখ ।

মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী জানান, বিজেপি থেকে সাবধান ওরা ধর্মের সুড়সুড়ি দিয়ে রাজনীতি করছে। তারা ভোট চাইতে গেলেই মমতা ব্যানার্জীর উন্নয়নের কথা বলবেন।

Leave a Reply