পানুড়িয়া ফুটবল ময়দানে অনুষ্ঠিত হল মানিক উপাধ্যায় মেমোরিয়াল ও পাপু উপাধ্যায় কাপ মেমোরিয়াল রাজ্য স্তরের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

কাজল মিত্র :- বারাবানী ব্লক তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে শনিবার বারাবনী থানার অন্তর্গত পানুরিয়া পঞ্চায়েতের পানুরিয়া ফুটবল ময়দানে মানিক উপাধ্যায় মেমোরিয়াল ও পাপু উপাধ্যায় কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
বারাবনি ব্লকের পানুড়িয়া ফুটবল গ্রাউন্ডে রাজ্য স্তরের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কলকাতা কাস্টম দল পাঞ্জাব দলকে এক গোলে হারিয়ে ফাইনালে জয়ী হয়।পাঁচদিনের এই টুর্নামেন্টে আসাম,গৌহাটি, সিকিম, কলকাতা, দুর্গাপুর সহ বিভিন্ন জায়গা থেকে অনেক খেলোয়াড় এই খেলায় অংশ নেন।এই খেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বারাবনির বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি বিধান উপাধ্যায় প্রথমে স্বর্গীয় মানিক উপাধ্যায় ও স্বর্গীয় পাপু উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে দলীয় পতাকা উত্তোলনের পর খেলার মাঠে ফুটবলে লাথি মেরে খেলোয়াড়দের সাথে পরিচিতি পর্ব সেরে খেলার উদ্বোধন করেন বারাবনী বিধান উপাধ্যায় এবং বারাবানী ব্লক তৃণমূল সভাপতি অসিত সিং।
শনিবার এই পাঁচ দিনব্যাপী খেলার ফাইনাল ম্যাচে
পাঞ্জাবের সাথে কলকাতা কাস্টম এর হাড্ডা হাড্ডি মোকাবিলা হয় যার মধ্যে কলকাতা কাস্টম এই খেলায় এক গোলে জয়ী হয়।আজকের এই ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র অভিনেত্রী ঐন্দ্রলা সেন তাছাড়া আরো অন্যান্য বিশিষ্ট ব্যাক্তি বর্গ ।এদিন বিশেষ অতিথি জয়ী দলের হাতে ১ লাখ এবং পরাজিত দলকে ৬০ হাজার টাকার চেক তুলে দেন।
এদিন প্রধান অতিথি বারাবানী তৃণমূল কংগ্রেসকে অভিনন্দন জানিয়ে বলেন যে বারাবনী ব্লক আয়োজিত এই খেলাটি সবাই উপভোগ করেছেন, আমিও এসে খুব খুশি হয়েছি।

এই টুর্নামেন্ট সফল করতে বিশেষ ভাবে অবদান রাখেন বারাবানীর তৃণমূল নেতা তথা জেলা পরিষদ সদস্য অসিত সিং ও বিশ্বজিৎ সিংহ ।
এই ফুটবল ম্যাচ উপলক্ষ্যে পুজো মন্ডি,বারাবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মালা বাউরি, সিআই হীরাপুর, বারাবানী থানার ইনচার্জ সজল চক্রবতী, বুধন বাউরি
পানুড়িয়া পঞ্চায়েত প্রধান সহ হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply