নিজস্ব প্রতিনিধি,
পাঁচলা গার্লস হাই মাদ্রাসার নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান সেক্রেটারি, প্রধান শিক্ষিকা এবং মিড ডে মিলের কর্মীদের উপর আক্রমণ এর অভিযোগ ।।
পাঁচলা বিধানসভার চড়া পাঁচলা অঞ্চলের চড়া পাঁচলা গ্রামে পাঁচলা গার্লস হাই মাদ্রাসার নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় । শেখ মতিয়ার , শেখ হাবিব , শেখ লোকমান , এবং ফখরুদ্দিন মোল্লার নেতৃত্বে কিছু গ্রামবাসী বর্তমান সেক্রেটারি আনোয়ার হোসেন মোল্লা , মাদ্রাসার প্রধান শিক্ষিকা সাধনা বর্মন এবং মিড ডে মিলের কর্মী সুপিয়া বেগম , কাশ্মীরা বেগম কে মারধর করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ । যদিও অভিযুক্তরা সমস্ত অভিযোগ অস্বীকার করে থাকে। প্রধান শিক্ষিকা এবং কর্মীদের মারধর করা দেখে স্কুলের ছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং প্রধান শিক্ষিকা সাধনা বর্মন অসুস্থ হয়ে পড়েন । পরে পাঁচলা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায় । পরে অসুস্থ প্রধান শিক্ষিকা, সেক্রেটারি এবং মিড-ডে কর্মীদের নিয়ে গাববেড়িয়া হাসপাতালে চিকিৎসা করানো হয় । এই দেখে স্কুলের শিক্ষিকারা এবং ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছে । আক্রান্তদের দাবি অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং স্কুলের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে।