পাঁচটি ধর্ষণের মামলায় নির্যাতিতাদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ 

খায়রুল আনাম
সোমবার দুপুরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রাজ্যে পাঁচটি ধর্ষণের ঘটনায় নির্যাতিতাদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে নির্দেশ দিলো আদালত । নির্যাতিতদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি রাজ্য লিগ্যাল সার্ভিসেস এবং জেলা লিগ্যাল সার্ভিসেস কর্তৃপক্ষকে বিবেচনা করতে বলেছে কলকাতা হাইকোর্ট। ময়নাগুড়ি, নেত্রা পিংলা, শান্তিপুর এবং নামখানা পাঁচটি ধর্ষণের মামলার ক্ষেত্রে এই নির্দেশ কলকাতা হাইকোর্টের ।সম্প্রতি  ধর্ষণ ও গণধর্ষণ মামলায় প্রতিটি ক্ষেত্রে ক্ষতিপূরণ দিতে দ্রুত পদক্ষেপ করতে নির্দেশ দিল হাইকোর্ট । পাঁচটি ধর্ষণের ঘটনায় দু’সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণের বিষয়ে রাজ্য লিগ্যাল সার্ভিসেস এবং জেলা লিগ্যাল সার্ভিসেস কর্তৃপক্ষকে বিবেচনা করতে বলেছে  কলকাতা হাইকোর্ট এর প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।  ময়নাগুড়ি, নেত্রা, পিংলা, নামখানা ও শান্তিনিকেতন ধর্ষণ কাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণের বিষয়টি খতিয়ে দেখবে রাজ্য ও জেলা আইনী কর্তৃপক্ষ ।এই ধর্ষণের ঘটনাগুলির ক্ষেত্রে শিশু সুরক্ষা ও নারী সুরক্ষা কমিশনকে আগামী শুনানিতে অংশ নিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ।এদিন  পাঁচটি  ধর্ষণ মামলার  শুনানিতে রাজ্যের তরফে আদালতে জানানো হয়েছে, -‘ আইপিএস  দময়ন্তী সেনের নজরদারিতে এতদিন তদন্ত চলেছে। এবার অন্য কাউকে তদন্তের দায়িত্ব দেওয়া হোক। তিনি ( দয়মন্তী সেন)  স্পেশ্যাল কমিশনার অব পুলিশ। প্রায় কমিশনারের সম পদমর্যাদা সম্পন্ন। তাঁর অনেক দায়দায়িত্ব রয়েছে’।উল্লেখ্য , কলকাতা  হাইকোর্টই ময়নাগুড়ি, নেত্রা, পিংলা, নামখানা ও শান্তিনিকেতন ধর্ষণ মামলা গুলিতে  তদন্তের  নজরদারির দায়িত্ব দেয় পার্ক স্ট্রিট ধর্ষণ মামলায় তদন্তকারী পুলিশ অফিসার খ্যাত আইপিএস দময়ন্তী সেন কে।এই পাঁচটি মামলায়  তদন্তের অগ্রগতির রিপোর্ট এবং কেস ডায়েরি রাজ্য এদিন কলকাতা হাইকোর্টে জমা দিয়েছে।এখন দেখার রাজ্যের তদন্তে নজরদারিতে আইপিএস দয়মন্তী সেনের একপ্রকার অব্যাহতি চাওয়ার আবেদন মেনে নেয় কিনা?

Leave a Reply