৫ই জানুয়ারি কলকাতার সন্নিকটে যাদবপুর বিজয়গড় সংলগ্ন নিরঞ্জন সদনে অনুষ্ঠিত হয়ে গেল একটি মনোজ্ঞ সংগীতানুষ্ঠান। তাপস কুমার পাল একাডেমি অফ মিউজিকের কর্ণধার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের যন্ত্রসংগীত বিভাগের শিক্ষক তাপস বাবু নেপাল থেকে আগত তবলাশিল্পী পন্ডিত ডক্টর আচ্যুত রাম ভান্ডারী, তবলা শিল্পী কানাইলাল ভট্টাচার্য, খোদাবক্স ফকির (উনার ঐশ্বরিক সংগীত অজ্ঞাতার জন্য), সুলয়া ব্যানার্জি (প্ৰখ্যাত বেহালাবাদক পন্ডিত ভি. জি. যোগের সুদক্ষ সিনিয়র ছাত্রী), পণ্ডিত অশোক কুমার সেনগুপ্ত (গিটারিস্ট), উক্ত পাঁচজন শিল্পীকে প্রজ্ঞা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ২০২৪ প্রদান করেন। অনুষ্ঠানে কানাইলাল ভট্টাচার্য দাশরথি রায়ের পাঁচালী, খোদাবক্স অধ্যাত্তিক সংগীত এবং অচ্যুতরাম নেপালি মাদল পরিবেশন করেন। তাপস বাবুর শিক্ষিত ছাত্র-ছাত্রীদের নিয়ে ও সঙ্গে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের যন্ত্রসংগীত বিভাগের শিক্ষক প্ৰখ্যাত শ্রীখোল বাদক হরেকৃষ্ণ হালদার ও ঢোলবাদক সুব্রত নট্টের অসাধারণ বাদ্যমেলবন্ধন অনুষ্ঠানের এক আলাদা মাত্রা এনে দেয়। ১০০ বছরের পুরনো সংগীত নিয়ে বেহালা, সেতার, তবলা, গিটার, পারকারশন ও অন্যান্য যন্ত্র বাধ্য পরিচালনায় উপস্থাপিত যান্ত্রিসংগীত পরিবেষণা উপস্থিত জনগণকে আলাদা অনুভূতি এনে দেয়। ভি. জি. যোগের পোস্টাল স্টাম্প উদ্বোধন ও তাপস পালের লিখিত ভি. জি. যোগের শেখানো কম্পোজিশন সংকলন প্রকাশিত হয় এই অনুষ্ঠানে।

Leave a Reply