পরিযায়ী শ্রমিকের মৃত্যু রাজনগরে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকার কর্তৃক গঠিত হয়েছে পরিযায়ী শ্রমিক কল্যাণ সমিতি। পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তথাপি বহু মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কর্মরত। অনেকক্ষেত্রে দেখা যায় কর্মস্থল থেকেই পরিযায়ী শ্রমিকদের দেহ কফিন বন্দি তথা মৃত অবস্থায় বাড়ি আসছে। সেরূপ বীরভূমের রাজনগর ব্লকের তাঁতিপাড়া অঞ্চলের ছাতিনা গ্রামে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় যে,
ছাতিনা গ্রামের বছর ৪৫ এর বিশ্বনাথ কোড়া সংসার চালাতে পাড়ি দেন ভিন রাজ্যে। উড়িষ্যার কটকে একটি কোম্পানিতে তিনি কর্মরত ছিলেন। গত সোমবার কর্মরত অবস্থায় তিনি সেখানে স্ট্রোকে মারা যান, বলে জানান তাঁরই এক সহকর্মী।২৪ শে ডিসেম্বর বুধবার সকালে তাঁর দেহ রাজনগরের ছাতিনা গ্রামের বাড়িতে আনা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।








