সাধন মন্ডল,
সারা রাজ্যের সাথে জঙ্গলমহলের সারেঙ্গা ব্লকেও যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হল যার উদ্যোগে ছিলেন সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক ফাহিম আলম। তিনি তার অফিসের কিছু কমী কে নিয়ে পরিবেশ দিবস উদযাপন অনুষ্ঠান উপলক্ষে কার্যালয় চত্বরে বেশ কয়েকটি গাছ রোপন করলেন ।গাছ রোপন করে তিনি বললেন গাছ আমাদের প্রাণ গাছ না থাকলে প্রাণিজগত থাকবে না। উদ্ভিদ জগতের সাথে প্রাণিজগতের নাড়ির টান তাই বেশি বেশি গাছ লাগান। আমাদের জঙ্গল কিছু অসৎ মানুষের জন্য ধ্বংস হয়ে যাচ্ছে আমার আবেদন জঙ্গল ধ্বংস নয় জঙ্গল রক্ষা করুন নতুন জঙ্গল তৈরি করুন যা আমাদের ভবিষ্যত প্রজন্মের বেঁচে থাকার পথ সুগম করবে।