পরকীয়ার জের,স্বামী কে খুন করে সিড়িতে লাশ

সাধন মন্ডল,

, পরকীয়ার বীভৎসতা ক্রমশ বাড়ছে এই রাজ্যে।ফের প্রেমিক কে নিয়ে স্বামী কে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। ঘটনা টি মালদহের হরিশ্চন্দ্রপুরে।নিহত স্বামীর নাম রাম মুসোহর (৩৮)।অভিযোগ, তাঁর মাথা থেঁতলে, হাত পা ভেঙে নৃশংসভাবে খুন করা হয়েছে। এতে তাঁর স্ত্রী পঞ্চমী মুসোহর এবং স্ত্রীর প্রেমিক মনোজ মুসোহরের হাত রয়েছে বলেপ্রাথমিক  অনুমান পুলিশের। তাঁদের দুজনকেই গ্রেফতার করেছে স্থানীয় থানার পুলিশ । মনোজ মুসোহর সম্পর্কে মৃতের পিসতুতো দাদা হয়। এছাড়া মৃতের ছেলে বাপি মুসোহরকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সূত্রের খবর, রাম মুসোহর পেশায় রঙ মিস্ত্রী। তিনি হরিশ্চন্দ্রপুরের ডেইলি মার্কেট এলাকার বাসিন্দা। নিয়মিত মদ্যপান করায় স্ত্রী ও ছেলের সঙ্গে হামেশাই নাকি বিবাদ বাঁধত তাঁর। দিন কয়েক আগেই নাকি পিসতুতো দাদা মনোজ এসে তাঁদের সঙ্গেই থাকতে শুরু করে, সেও ধরে রঙের ব্যবসা। মদ্যপ রামের সঙ্গে তাদের সকলের নিত্য অশান্তি লেগে থাকত। যার মাত্রা দিন দিন বাড়িছিল। প্রতিবেশীরা জানিয়েছেন, মনোজের সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে উঠেছিল পঞ্চমীর। তারা বাড়ী বিক্রি করে অন্যত্র চলে যাওয়ার পরিকল্পনাও করছিল, আর তাদের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিল রাম। গত মঙ্গলবার রাতে বাড়ির সিঁড়ির নীচ থেকে রাম মুসোহরের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। প্রতিবেশীরাই সন্দেহের বশে বাড়ির ভিতর ঢুকে এই কাণ্ড দেখেন। অভিযোগ ওই দেহ লোপাট করার জন্য একটি গাড়ির খোঁজ করছিল মনোজ। ছেলে বাপিকে গাড়ির খোঁজে পাঠানো হয়েছিল। খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। মৃতদেহের সঙ্গে শাবল,গাঁইতি,দা ইত্যাদি অস্ত্র উদ্ধার হয় ঘর থেকে। পুলিশের অনুমান মুখ চেপে ধরে পিটিয়ে হাত পা ভেঙে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে এই খুন করা হয়েছে। মৃত্যু নিশ্চিত করতে গলাও টিপে রাখা হয়। ঘটনার তদন্ত করছে পুলিশ। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য রয়েছে এলাকায়। 

Leave a Reply