“উন্নয়নের এগারো বছর” পালিত হচ্ছে সারা রাজ্য জুড়ে। গত ১৭ ই মে মঙ্গলকোট হাই মাদ্রাসার মঞ্চে অনুষ্ঠানের আয়োজন করে মঙ্গলকোট ব্লক প্রশাসন। এদিন স্থানীয় বেশ কিছু নৃত্যানুষ্ঠানের সাথে ছিল শ্রীখন্ড জনস্বাস্থ্য সমিতির এক বর্নাট্য অনুষ্ঠান। ডাম্বেল ড্রিল, শাড়ি ড্রিল, ব্রতচারী, যোগব্যায়াম, ব্যালেন্স, ঢালিনৃত্য, রনপা ছাড়াও সমিতির সদস্যারা চাইল্ড লাইন ও কন্যাশ্রীর ওপর একটি সচেতনতা মূলক নাটিকা পরিবেশ করে। প্রায় ঘন্টা দেড়েক ধরে চলা জমজমাট এই অনুষ্ঠান আগত দর্শকদের কাছে অনেক প্রসংশিত হয়। অনুষ্ঠানে উপস্থিত মঙ্গলকোটের সমষ্টি উন্নয়ন আধিকারিক জানান যে, ‘সারা রাজ্যের সাথে মঙ্গলকোট ব্লকেও সারম্বরে পালিত হচ্ছে উন্নয়নের এগারো বছর’।

Leave a Reply