পথ দূর্ঘটনা রোধে, “সেফ ড্রাইভ- সেভ লাইফ” কর্মসূচি খয়রাসোল থানার

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বীরভূম জেলা পুলিশের উদ্যোগে পথ দূর্ঘটনা এড়াতে তথা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি জেলার বিভিন্ন থানা এলাকায় অব্যাহত।অনুরূপ বৃহস্পতিবার খয়রাশোল থানা পুলিশের ব্যবস্থাপনায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মাধ্যমে ট্যবলো সহযোগে একটি পদযাত্রা বের হয়। খয়রাশোল থানা প্রাঙ্গণ থেকে পদযাত্রা বের হয়ে স্থানীয় গ্রাম,বাজার, বাসস্ট্যান্ড পরিক্রমা করে। হেলমেট ব্যবহার করুন,জোড়ে গাড়ি না চালানো ,গাড়ি চালানোর সময় হেডফোন ব্যবহার না করা,ট্রাফিক আইন মোতাবেক পথ চলাচল করুন,নিজে বাঁচুন অপরকে বাঁচান সহ নানা ধরনের সচেতনতা মূলক বার্তা দেওয়া হয় পদযাত্রার মধ্য দিয়ে।পদযাত্রায় অংশ নেন খয়রাশোল থানার
ও সি সঞ্চয়ন ব্যানার্জী,এস আই প্রশান্ত ব্যানার্জী,এস আই সিদ মহম্মদ খান,এ এস আই দয়াল দাস সহ অন্যান্য পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াগন।

Leave a Reply