সাধন মন্ডল,

বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে সারেঙ্গা থানার পরিচালনায় বছরের প্রথম দিন সকাল থেকে পুলিশের একটি প্রচার গাড়ি একজন পুলিশ অফিসারসহ পুলিশকর্মীদের নিয়ে সারা ব্লক জুড়ে দিনভর কোভিড বিধি মেনে চলা ও পথনিরাপত্তা নিয়ে সচেতনতার বার্তা বিভিন্ন বাজারে, বাসস্ট্যান্ডে, গ্রামেগঞ্জে ,এমনকি ব্লকের একমাত্র পর্যটনকেন্দ্র বড়দি পাহাড়েও আগত পর্যটকদেরকাছেও সচেতনতা বার্তা পৌঁছে দেয়া হল। এ ব্যাপারে সারেঙ্গা থানার আইসি সুজিত ভট্টাচার্য বলেন এটি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় জেলা পুলিশের উদ্যোগ। এই উদ্যোগটিকে সফল করতে সারেঙ্গা থানার পুলিশ প্রশাসন বদ্ধপরিকর ।এছাড়া বিভিন্ন গাড়ি ,মোটরবাইক ,ভ্যান রিক্সা, টোটো রিক্সা, সাইকেলসহ বিভিন্ন যানবাহনে রিফ্লেকটিক স্টিকার লাগানো হচ্ছে দুর্ঘটনা এড়াতে।

Leave a Reply