মঙ্গলবার সকাল সাড়ে ৯ টা নাগাদ দুটি বাইকের সংঘর্ষে মৃত্যু হল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের প্রবীণ এক সাংবাদিকের। পুলিশ জানিয়েছে, তাঁর নাম ইন্দ্রজিত্‍ ভট্টাচার্য। তিনি একটি দৈনিক স্টেটসম্যান কাগজে আসানসোল সংবাদদাতা ছিলেন। এদিন জামুড়িয়ার শ্রীপুরে ডিভিসি মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে।দুর্ঘটনায় দুটি বাইকের আরোহীই জখম হন। সঙ্গে সঙ্গে ছুটে আসেন আশপাশের মানুষজন। তাঁদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিত্‍সকেরা ইন্দ্রজিত্‍বাবুকে মৃত ঘোষণা করেন। অন্যজনের চিকিত্‍সা চলছে। 

Leave a Reply