সেখ মিলন ( ভাতাড়, পূর্ব বর্ধমান) মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলা শ্রমিকের । দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারের নর্জায় একটি কাগজকলে। মৃতার নাম রীনা মাড্ডি। বয়স ৩৬ বছর। বাড়ি ভাতারের এওড়া গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, রিনা মাড্ডি কয়েক বছর ধরে দর্জায় একটি কাগজকলে কাজ করতেন। কারখানায় ঝাঁট দেওয়ার সময় অসাবধানতাবশত একটি লরির পিছন থেকে ধাক্কা দেয়। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় রিনা মাড্ডির। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে। সোমবার দেহটি ময়না তদন্ত হবে বর্ধমান পুলিশ মর্গে। পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে।

Leave a Reply