আমিরুল ইসলাম, 

 কয়েকটি কুকুরকে প্রাণঘাতী রোগের থেকে কিছুটা স্বস্তি দিলেন এক পশুপ্রেমী । ঘটনা টি পূর্ব বর্ধমানের আউশগ্রামের। ওখানে কয়েকটি কুকুর খুবই অসুস্থ ছিল, তাদের শরীরে নানা জায়গায় ক্ষত হয়ে গিয়েছিল। এবং পোকাও হয়ে গিয়েছিল এই অসহায় প্রাণী গুলির করুণ অবস্থা দেখে বন কর্মী সৌরভ হাজরা, আউআগ্রাম বন বিভাগ থেকে ভাতার থানার মুরাতিপুর গ্রামে পশুপ্রেমি আমির শেখকে খবর দেন। খবর পাওয়া মাত্রই পশুপ্রেমী আমির শেখ ৪০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে ঘটনাস্থলে পৌঁছান। এবং তিনি সেখানে পৌঁছে প্রতিটা প্রাণীর সেবা শুশ্রূষা শুরু করেন।  পশু প্রেমি বলেন -‘ ঠিক সময়ে খবর না দেওয়া হলে বা সেবা শুশ্রূষা শুরু না করা হলে প্রাণী গুলির প্রাণহানি সম্ভবনা ছিল’। জানা গেছে, উনি সব জায়গাতেই এই কাজ বিনা পারিশ্রমিকে করেন। ওনাকে কেউ  ওষুধ দিয়ে সহযোগিতা করেন নাহলেও উনি এই কাজ চালিয়ে যান।

Leave a Reply