রবিবার জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস পালিত হয় মেমারি ২ ব্লকে

সেখ সামসুদ্দিন, ২৪ এপ্রিলঃ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে স্বশক্তিকরণ এর বিষয়ে পুরস্কৃত করা হয় দুটি গ্রাম পঞ্চায়েতেকে। বোহার ১ গ্রাম পঞ্চায়েত এবং বিজুর ২ গ্রাম পঞ্চায়েতের পুরস্কার দেয়া হয়। গ্রীন ভিলেজ হিসাবে বোহার১ গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত নগদ ১৫ লক্ষ টাকা ও সম্মানপত্র প্রদান করা হয়, নারী ও শিশু বান্ধবী হিসেবে বিজুর ২ গ্রাম পঞ্চায়েতকে নগদ ৫ লক্ষ টাকা ও সম্মান পত্র পুরস্কৃত করা হয়েছে ।
মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহ-সভাধিপতি দেবু টুডু, বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, অলক কুমার মাঝি, রবীন্দ্রনাথ চ্যাটার্জী, মেমারি ২ সমষ্টি উন্নয়ন আধিকারিক সৈকত মাঝি, পূর্ব বর্ধমান জেলা পরিষদের স্বাস্থ্য কর্মধ‍্যক্ষ বাগবুল ইসলাম, কৃষি কর্মাধ্যক্ষ মহঃ ইসমাইল, মেমারি ২ ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মামুনি মুর্মু, সহ সভাপতি অমর সাহা, বিজুর ২ গ্রাম পঞ্চায়েত প্রধান বৃন্দাবন ঘোষ, উপপ্রধান মিঠু সাঁতরা, বোহার ১ গ্রাম পঞ্চায়েত প্রধান পুষ্প টুডু, উপপ্রধান হাসমত মোল্লা,সহ অন্যান্যরা।

Leave a Reply