খায়রুল আনাম,
বীরভূম : সিউড়ী বাসস্ট্যাণ্ড থেকে যে সব যাত্রীবাহী বাস পাশের রাজ্য ঝাড়খণ্ডে যাচ্ছে, সেইসব বাসের যাত্রীদের পকেটমার হচ্ছিল বেশ কিছুদিন থেকে। বিশেষ করে যে সব শ্রমিকরা কাজ করে ঝাড়খণ্ডের বাড়িতে ফেরেন, তাদের টাকা বাসে চোট হচ্ছিল বেশিমাত্রায়। এমনই কাজের সাথে যুক্ত এক মহিলাকে পাকড়াও করা হলো। তার বাড়ি দুবরাজপুরে। তারসঙ্গে আরও তিন মহিলা থাকলেও তাদের পাওয়া যায়নি। বাসে উঠে যাত্রীদের টাকা হাত সাফাই করে এরা নেমে যায় শেওড়াকুড়ি। অন্যদের সন্ধান শুরু করেছে পুলিশ।