পকসো মামলায় জামিন পেলেন বিকাশ মিশ্র
মোল্লা জসিমউদ্দিন ,
সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শর্তসাপেক্ষে জামিন পেলেন বিকাশ মিশ্র।পকসো মামলা ভিত্তিহীন বলে দাবি করে জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিকাশ । সেই আর্জি মঞ্জুর করেছে আদালত।এদিন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।শর্তসাপেক্ষে তাঁর (বিকাশ মিশ্র) জামিন করা হয়েছে।সোমবার এই মামলার শুনানিতে বিকাশ মিশ্রের আইনজীবী জানিয়েছেন , -‘তাঁর মক্কেলের বিরুদ্ধে মিথ্যে মামলা করা হয়েছে। এটা একটি পারিবারিক সমস্যা সংক্রান্ত মামলা। কিন্তু তাঁকে ফাঁসাতে এই মামলা করা হয়েছে। পুরোটাই ভিত্তিহীন অভিযোগ। বিকাশের অপরাধের কোনও প্রমাণ এখনও দিতে পারেনি পুলিশ। কালীঘাট থানায় অভিযোগ দায়ের হওয়ার পরেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল’।কয়লা ও গরু পাচার মামলায় সিবিআই বিকাশ মিশ্রকে গ্রেফতার করেছিল। পরে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠায় বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে গ্রেফতার করে কালীঘাট থানার পুলিশ। আলিপুর আদালতে পকসো-সহ একাধিক ধারায় মামলাও রুজু করা হয়। বিকাশের বিরুদ্ধে নাবালিকার হয়ে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেন বিনয় মিশ্রর স্ত্রী। যা নিয়ে রহস্য দানা বেঁধেছে। খুনের চেষ্টা ও হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।সোমবার বিকাশের জামিন মামলার শুনানিতে রাজ্য জানায় -‘ বিকাশ মিশ্র অভিযোগকারীদের ভয় দেখাতে পারে। তাঁরা প্রত্যেকেই খুব ভীত। তাঁদের প্রাণহানির আশঙ্কাও রয়েছে তিনি জামিন পেলে’। যদিও শর্তসাপেক্ষে কলকাতা হাইকোর্ট বিকাশ মিশ্রর জামিন মঞ্জুর করে থাকে ।নাবালিকাকে যৌন হেনস্থার মামলায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন কয়লা গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র। সোমবার তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ। গত বছরে কলকাতার কালীঘাট থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে।