ন্যাশনাল সেমিনার অন ভোকেশনাল এডুকেশন এন্ড স্কিল ডেভেলপমেন্ট
।
সাধন মন্ডল বাঁকুড়া:—-খাতড়ার জঙ্গলমহল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে ও পরিচালনায় আজ মঙ্গলবার সকাল ১০ টা থেকে ইন্সটিটিউটের সেমিনার হলে অনুষ্ঠিত হলো একটি ক্যারিয়ার গড়ার বিশেষ প্রশিক্ষণ শিবির। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের অধ্যক্ষ ডক্টর কৌশিক মন্ডল ,সভাপতি সজল কুমার সাহু ,সম্পাদক সৌরিশ মোহন বিষই , প্রফেসর ইন্দ্রজিৎ সিংহ প্রমূখ। শতাধিক ছাত্র-ছাত্রীদের ভোকেশনাল এডুকেশন এন্ড স্কিল ডেভেলপমেন্ট নিয়ে বিশদ ব্যাখ্যা করেন উপস্থিত ব্যক্তিবর্গ এছাড়া অনলাইনের মাধ্যমে পর্দায় বক্তব্য রাখেন প্রফেসর ড: রাজেশ সাহা। আলোচনা প্রসঙ্গে তিনি বলেন সম্পর্ক তৈরি করা যতটা সহজ তাকে ধরে রাখা কঠিন। সেই দক্ষতা দরকার তবেই একটা সম্পর্ক টিকে থাকে তেমনি নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে নিজের কর্মদক্ষতাকে বাড়াতে হবে এবং তাকে ভালবাসতে হবে। এ নিয়ে বিভিন্ন উদাহরণের মাধ্যমে ও বিষয়টি উপস্থিত ছাত্র-ছাত্রী ও অতিথিবৃন্দের সামনে তুলে ধরেন সিধু কানু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর নন্দিতা ব্যানার্জি। তিনি তার বক্তব্য তুলে ধরার পর ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে বিষয়টি নিয়ে একটি প্রশ্নোত্তর পর্বে উপস্থিত হন এবং তা আরো ভালো করে বুঝিয়ে দেন। এ ব্যাপারে ইনস্টিটিউটের সম্পাদক সৌরিশ মোহন বিষই বলেন আমরা শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মধ্যেই ছেলেমেয়েদের শিক্ষা দিতে চাই না আমরা চাই পুঁথিগত বিদ্যার সাথে সাথে হাতে কলমে শিক্ষা যা তাকে আগামী দিনে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে। এই ধরনের বিভিন্ন সেমিনার আমাদের ইনস্টিটিউটে সারা বছর ধরেই বিভিন্ন সময়ে হয়ে থাকে এছাড়া আমরা ছাত্র-ছাত্রীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণে যাই। যা তাদের ভবিষ্যৎ জীবনে চাবিকাঠি বলা যায়। ভ্রমণ থেকে তারা অনেক কিছু শিক্ষা নিয়ে আসে।