কাজল মিত্র :-নেপাল দেশের বাসিন্দার ধানবাদ থেকে ট্রেনে হারিয়ে যাওয়া টাকা ও ব্যাগ উদ্ধার করলো বরাকর রেল পুলিশ ।
পড়শি দেশ নেপাল , নেপাল দেশের বাসিন্দা রাজকুমার কাজের সন্ধানে ঝারখণ্ড রাজ্যের বেরমো থাকেন রাজকুমার , আজ বুধবারে বরকাকানা থেকে আসানসোল ডাউন মেমো ট্রেনে মাধ্যমে আসানসোল আসার পথে ধানবাদ থেকে রাজকুমারের বেগ হারিয়ে যায় , সে ব্যাগে 22500টাকা এবং জামা কাপড় ছিল বলে জানা যায় । ট্রেনটি ঝাড়খণ্ড রাজ্য পার করার পর আসানসোল রেল মন্ডল অধীন বরাকর রেলওয়ে স্টেশনে তার মনে পড়ে যে সে তার ব্যাগটি হারিয়ে ফেলেছ । তৎক্ষণাৎ রাজকুমার বরাকর রেল পুলিশকে অভিযোগ করে , ঘন্টাখানেক প্রচেস্টায় আসানসোল থেকে বেগটি উদ্ধার করে রাজকুমারকে তুলে দেয় বরাকর রেল পুলিশ । টাকা ও বেগ পেয়ে খুশি নেপালের বাসিন্দা রাজকুমার

Leave a Reply