Spread the love

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা,বাঁকুড়া জেলার শালতোড়া এলাকায়

সেখ রিয়াজুদ্দিন বাঁকুড়া:- ২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্ম দিবস যথাযোগ্য মর্যাদা সহকারে পালিত হয় সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন দপ্তর এবং ক্লাব সহ নানা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। অনুরূপ বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের গোপালনগর গ্রামের রাম মন্দির প্রাঙ্গণে সারা বাংলা শিশু সংস্থার পক্ষ থেকে ও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস পালন করেন। জাতীয় পতাকা উত্তোলন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক ও মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। এরপর সন্ধায় সংস্থার পরিচালনায় স্থানীয় কচিকাঁচাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। নাচ, গান, আবৃত্তি, কবিতা পাঠ ইত্যাদির মাধ্যমে অনুষ্ঠান মনোগ্রাহী করে তোলে। স্থানীয় কচিকাঁচাদের মধ্যে সুমিত্রা সেনগুপ্ত, রিঙ্কু মন্ডল, দিয়া বাদ্যকর,বৃষ্টি মন্ডল সহ অন্যান্যরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে সকলের মুখেই যেন হাসির ফোয়ারা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা বাংলা শিশু সংস্থার গোপালনগর শাখার সভাপতি চন্দন সেনগুপ্ত, সম্পাদক উৎপল গুপ্ত কবিরাজ, সদস্য সুকুমার সেনগুপ্ত, প্রবাল সেনগুপ্ত প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *