নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী পালিত হলো খোসদেল পুর হাইমাদ্রাসায়

নিজস্ব প্রতিনিধি, 

উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরে খোসদেল পুর হাইমাদ্রাসায় যথাযথ শ্রদ্ধার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালিত হয়। উপস্থিত মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুর রউফ দফাদার নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ ভক্তি ও ইংরেজদের বিরুদ্ধে বিভিন্ন চরমপন্থা মধ্য দিয়ে সংগ্রাম প্রতিস্থাপন করেন। নেতাজির সেই বিখ্যাত উক্তি দেশের মানুষকে আজও পুনরোজ্জীবিত করেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। পি ওয়াই এফ এর সভাপতি তথা ও মাদ্রাসার শিক্ষক সিয়ামত আলী বলেন -“বর্তমান সময়ে দেশের স্বাধীনতা পেলেও পরাধীনতার সময়ে ইংরেজদের আদর্শ আজও আমরা ছাড়তে পারিনি। তার কারণে দেশের মধ্যে হিংসা-বিদ্বেষ দিনের পর দিন বেড়েই চলেছে। দেশের সংবিধান ও গণতন্ত্র সার্বভৌমত্ব রক্ষার্থে সমস্ত সম্প্রদায়ের মানুষকে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে”। এইদিন উপস্থিত ছিলেন মহিদুলপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শরিফুল মোল্লা, জ্যোতির্ময় কর্মকার, রাজু পাল, শাহানা পারভীন, প্রমূখ।

Leave a Reply