বাংলার দুর্গাপুজো সংগঠকদের মিলিত মঞ্চ ফোরাম ফর দুর্গোৎসব এর আয়োজনে মা র জন্য রক্তদান অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মদন মিত্র ,বিশিষ্ট তবলা বাদক শিল্পী মল্লার ঘোষ ও মল্লিকা ঘোষ আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ৷ রক্তদান শিবিরে প্রায় ১৫০০ -এর উপর রক্তাদাতা রক্তদান করেছেন ৷ ছবি সুবল সাহা