শুভ ঘোষ,
৯ই মে কোলকাতা প্রেসক্লাবে আয়োজিত হল টাইমস অব থিয়েটার নাটকের জন্য তৈরি একটি বিকল্প অবস্থান। টাইমস অব ডিরেক্টর শুভময় বাসু বলেন আজ থেকে প্রতেক শুক্রবার রাতে ৮ই ঘটিকায় নাটক প্রচারিত হবে এছাড়া ওয়াকসপ করানো হয়, গত বছর থেকে (কানে কানে) নামে দিয়ে একটি নাটকের অডিও পূজাবার্ষিকী বার করা হবে। প্রতিদিনের জীবনযাত্রার যেন নাটক যেন বন্ধু হয়ে থাকে আর তাই আমরা করে ফেললাম নতুন রেডিও অ্যাপ আজকে তার শুভ উদ্বোধন হয়। আজ থেকেই এই ভিডিওতে দেখতে পাবেন নাটক ও গান নাটকের, কুইজ ছোটদের নাটক ,বিভিন্ন বিষয়ে গল্পের নাটক প্রচারিত হবে। এই অ্যাপসটি সম্পূর্ণ বিনামূল্যে মোবাইলে লোড করতে পারবেন। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাইমস্ অব থিয়েটার কর্ণধার শুভময় বাসু, বিপ্লব দাশগুপ্ত, শ্রমিক বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র বসু, মুরারী রায়চৌধুরী নাট্যজগতের আরো অনেক বিশিষ্ট গুণীজন ব্যক্তি উপস্থিত ছিলেন।