‘নুতন করে পরীক্ষা দিতেই হবে’,ওএমআর শিট প্রকাশের আবেদন খারিজ করে জানালো সুপ্রিম কোর্ট

মোল্লা জসিমউদ্দিন

শুক্রবার এসএসসি  পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। ‘নতুন করে পরীক্ষা দিতেই হবে’। এসএসসির নতুন পরীক্ষা সিদ্ধান্তে অনড় দেশের শীর্ষ আদালত। ওএমআর শিট প্রকাশ করা নিয়ে যে মামলা দায়ের হয়েছিল শুক্রবার সেই মামলা খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতির সঞ্জয় কুমারের যৌথ বেঞ্চ।যোগ্য চাকরিপ্রার্থীদের একাংশ ওএমআর শিট প্রকাশের জন্য মামলা দায়ের করেছিল দেশের শীর্ষ আদালতে। তাদের দাবি ছিল ওএমআর প্রকাশের বিষয়টি হাইকোর্টের বিবেচনার ভার দিক শীর্ষ আদালত। কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এদিন জানানো হয়েছে, -‘নতুন করে দরজা খোলার কোন প্রয়োজন নেই’। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছিল প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর। সেই সময় এসএসসিকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশের কথাও জানানো হয়েছিল। সেইমতো নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি। কিন্তু কোনোভাবেই চাকরি পরীক্ষায় নতুন করে বসতে রাজি নন যোগ্য চাকরিপ্রার্থীদের একাংশ। তারা ওএমআর প্রকাশের দাবি জানিয়েছিলেন । ইতিমধ্যেই  পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, ৭ সেপ্টেম্বর পরীক্ষা নেওয়া হবে নবম ও দশম শ্রেণীর নিয়োগে। ১৪ সেপ্টেম্বর পরীক্ষা হবে একাদশ ও দ্বাদশের নিয়োগের।পরীক্ষার সময়সীমা জানানো হয়েছে। বাকি নিয়োগ পরে জানানো হবে বলেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। কিন্তু  চাকরি প্রার্থীদের একাংশ  কোনভাবেই এই নিয়োগ পরীক্ষায় বসতে চাইছেন না। যদিও জানা গিয়েছে এসএসসির পোর্টালে বহু যোগ্য প্রার্থীরা আবেদন করেছেন। এবার ওএমআর শিট প্রকাশের মামলা খারিজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এককথায় জয় হয়েছে এসএসসি-র।সুপ্রিম কোর্ট এসএসসি পরীক্ষা সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ মামলা খারিজ করে দিয়েছে, যেখানে ওএমআর  শিট প্রকাশের দাবি জানানো হয়েছিল। বিচারপতি সঞ্জয় কুমারের নেতৃত্বাধীন বেঞ্চ শুক্রবার এই রায় দিয়েছে, যা এসএসসি-র নতুন পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তের ওপর সিলমোহর দিল। এর ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার পর এসএসসি-র নতুন নিয়োগ প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

Leave a Reply