নিয়ামতপুরে ভুয়ো শিক্ষা প্রতিষ্ঠান খুলে প্রতারণা, কুলটি থানায় অভিযোগ দায়ের

কাজল মিত্র :- কুলটি থানার নিয়ামতপুর নবীনগরে ভুয়ো শিক্ষা প্রতিষ্ঠানের নাম করে পড়ুয়াদের কাছ থেকে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ উঠল।সোমবার এই মর্মে কুলটি থানায় লিখিত অভিযোগ দায়ের করলো প্রতারিতরা।এই ঘটনা প্রসঙ্গে প্রতারিত পড়ুয়ারা বলেন বিহারের দারভাঙার বাসিন্দা সৈয়দ হুসেন এবং স্থানীয় নওসাদ শেখ শিশুদের শিক্ষা দেওয়ার নামে একটি এ টু জেড নামে এক শিক্ষা প্রতিষ্ঠান চালু করেছিলো।ভর্তির জন্য কয়েকশো পড়ুয়াদের কাছ থেকে লক্ষাধিক টাকা নেওয়া হয়েছিলো।এরপর টাকা চাওয়ার জন্য একাধিক বার এই শিক্ষা প্রতিষ্ঠানকে বলার পরেও টাকা ফেরত পায়নি।তাই এদিন সৈয়দ হুসেন এবং নওসাদ শেখের নামে কুলটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।ঘটনার তদন্তে পুলিশ।

Leave a Reply