কাজল মিত্র :-আসানসোলের কুলটিথানার ECL এর সিআই এস এফ এর পক্ষ থেকে অভিযান চালিয়ে ১২টি সাইকেল সহ ২টন কয়লা বাজেয়াপ্ত করলো নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ ।অবৈধ কয়লা চুরি রুখতে এইবার তৎপর সিআই এস এফ সেই ছবি দেখা গেলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুর নিউরোড সহ একাধিক জায়গাতে। অভিযান চালিয়ে মোট ১২টি সাইকেল সহ ২টন অবৈধ কয়লা বাজেয়াপ্ত করে۔কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয়।