কুলটি থানার নিয়ামতপুরের লছিপুরে অল্টোর ধাক্কায় আহত এক পথচারী, এলাকায় উত্তেজনা

কাজল মিত্র :-কুলটি থানার নিয়ামতপুরের লছিপুরে অল্টোর ধাক্কায় আহত হলো এক পথচারী।মঙ্গলবার এই পথ দুর্ঘটনার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ পৌচ্ছায়।আহত পথচারী ও গাড়িতে থাকা আহত এক ব্যক্তিকে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।এই ঘটনা প্রসঙ্গে এলাকাবাসীরা বলেন এদিন দিশা থেকে একটি অল্টো গাড়ি করে এক দালাল ও আরেকজন নিয়ামতপুরের এক এটিএম থেকে টাকা তুলে দিশা ফিরছিলো।গাড়িতে থাকা এক দালাল ভাবে টাকা না দিয়ে গাড়িটি আসানসোল পালাচ্ছে।তখনই ওই দালাল হঠাৎ করেই অল্টো গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে দিলে এই দুর্ঘটনা ঘটেছে।স্থানীয় তৃণমূল নেতা শিবা রায় বলেন দিশাতে দালাল রাজের কারণে এই দুর্ঘটনা ঘটেছে।তাই অবিলম্বে এই এলাকায় দালাল রাজ বন্ধ করতে হবে।অল্টো গাড়িটি আটক করেছে পুলিশ।

Leave a Reply