নির্মাণকর্মী কল্যাণ সমিতির বস্ত্র বিতরণ সহ ঈদের শুভেচ্ছা
সেখ সামসুদ্দিন, ২৯ মার্চঃ মেমারি নির্মাণকর্মী কল্যাণ সমিতির উদ্যোগে মেমারি থানার সন্নিকট সমিতির কার্যালয়ের সামনে ঈদ উৎসব উপলক্ষে দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি কলেজের অধ্যক্ষ ডঃ দেবাশীষ চক্রবর্তী, বিশিষ্ট চিকিৎসক ডাঃ অভয় সামন্ত সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন প্রায় দেড় শতাধিক মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। উল্লেখ্য এই নির্মাণকর্মী সমিতি বছরের বিভিন্ন সময়ে নানান সামাজিক কাজ করে থাকে বলে জানান সমিতির সদস্য রমজান আলী। তিনি আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে জাতি-ধর্ম নির্বিশেষে সকলের প্রতি ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান।