সঞ্জয় হালদার,
নির্মল বাংলা প্রকল্পে পুরুলিয়া জেলা জুড়ে প্রায় সাড়ে চার লক্ষ শৌচাগার নির্মাণ করা হয়েছে। কিন্তু সেই সব শৌচাগার ব্যবহারের সচেতনতা নেই জনসাধারণের। তাই এই শৌচাগার ব্যবহারে সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ নিয়েছে পুরুলিয়া জেলা পরিষদ। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে পুরুলিয়া জেলা শাসক রাহুল মজুমদার বলেন, সারা জেলা জুড়ে এই বিষয়ে আগামী 15 নভেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত দেড় মাস ধরে সচেতনতার প্রচার চালানো হবে। এদিন চারটি টেবলোর সূচনা করেন তিনি প্রচারের লক্ষ্যে। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জী, মেন্টর অঘোর হেমব্রম, কো মেন্টর জয় ব্যানার্জী, কর্মাধ্যক্ষ সৌমেন বেলথরিয়া, মেঘদূত মাহাত, নমিতা সিংমুড়া, হলধর মাহাত প্রমুখ।