নির্বাচিত জনপ্রতিনিধির সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদান

সেখ সামসুদ্দিন, ১৪ জুলাইঃ মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিত্যানন্দ ব্যানার্জীর হাত ধরে একের পর এক বিরোধী দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করার ধারাবাহিকতা বজায় রাখার ঘটনা দেখা যাচ্ছে। কিছুদিন আগেই ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে মেমারি এলাকার হেভিওয়েট নেতা সন্তোষ রায় তৃণমূলে যোগদান করেন। আজ আবার মেমারি ১ ব্লকের গোপগন্তার ১ অঞ্চলের নির্বাচিত জনপ্রতিনিধি সিপিআইএম দল ছেড়ে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেন। গোপগন্তার ১ অঞ্চলের দুই নম্বর সংসদের ৮৭ নম্বর বুথ থেকে জয়ী সিপিআইএম সদস্য প্রিয়াঙ্কা রায় মমতা ব্যানার্জীর কাজে উদ্বুদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তার হাতে দলীয় পতাকা তুলে দেন মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী। উপস্থিত ছিলেন ব্লকের সংখ্যালঘু সভাপতি মীর পারভেজ উদ্দিন, ছাত্র সংগঠনের সভাপতি রাহুলদেব ঘোষাল, মেমারি ১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মৃন্ময় ঘোষ, তহমিনা খাতুন, সমীরণ মজুমদার, গোপগন্তার ১ অঞ্চল সভাপতি সৌমিত্র চ্যাটার্জী সহ ব্লক ও অঞ্চলের নেতৃত্ব। প্রিয়াঙ্কা রায় জানান তিনি এলাকার উন্নয়ন যজ্ঞে সামিল হতে মমতা ব্যানার্জীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগদান করলেন এবং আশা করছেন এলাকার উন্নয়নে কাজ করতে পারবেন। ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী বলেন কোন মানুষ যদি মমতা ব্যানার্জীর ত্যাগ তিতীক্ষার আদর্শে থেকে সততার সঙ্গে কাজ করতে চান তাদেরকে দলে অবশ্যই গ্রহণ করবেন বা আহ্বান জানাচ্ছেন।

Leave a Reply