‘নির্বাচনে বাংলাদেশি প্রার্থী?’  হস্তক্ষেপ করবেনা কলকাতা হাইকোর্ট

মোল্লা জসিমউদ্দিন, 

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে নির্বাচনে বাংলাদেশি প্রার্থী বিষয়ক মামলার শুনানি চলে। বাংলাদেশি নাগরিক এরাজ্যের ভোটে প্রার্থী হলেন কীভাবে? এই প্রশ্ন তুলেই জনস্বার্থ মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। তবে সেই মামলায় আপাতত হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।অভিযোগ,  আলোরাণি সরকার নামে একজন ভোটে প্রার্থী হন, যিনি আদতে বাংলাদেশি। জনস্বার্থ মামলায় দাবি করা হয়েছে, -‘যখন মনোনয়ন দেওয়া হয়, তখন নির্বাচন কমিশনের উচিৎ প্রযুক্তির সাহায্য নিয়ে সব তথ্য খতিয়ে দেখা। এতে বিদেশি নাগরিকদের চিহ্নিত করা সম্ভব হবে’।কেন্দ্রের আইনজীবী বলেন, -‘এই বিষয়ে তদন্ত করা যায়। কারণ, এটা শুধু এই রাজ্যের বিষয় নয়, গোটা দেশের সমস্যা’। কলকাতা হাইকোর্টের  প্রশ্ন, -‘ওই নির্বাচনের সময় স্ক্রুটিনির সময় কেন বলা হল না যে ইনি বাংলাদেশি?’ আপাতত নির্বাচন  কমিশনের কাজে হস্তক্ষেপ করবে না আদালত।ঘটনার সূত্রপাত, ভুয়ো শংসাপত্র দাখিল করে ভোটে অংশ নেওয়ার অভিযোগ উঠেছিল আলোরানী সরকারের বিরুদ্ধে। অভিযোগ, তিনি বাংলাদেশের নাগরিক কিন্তু ভারতীয় একজনকে বিয়ে করেছিলেন। সেই সূত্রেই এদেশের ভোটে দাঁড়িয়েছিলেন।ওই মামলায় মামলাকারীর  আইনজীবী  আদালতে বলেন, -‘ভোটে লড়ার জন্য যে মনোনয়ন দাখিল করা হয়, সেই প্রক্রিয়ায় বদল আনা হোক। এ বিষয়ে কমিশনেরও তৎপর হওয়া উচিত’।নির্বাচন কমিশনের আইনজীবী আদালতকে বলেন, “শুধুমাত্র ভোটের সময় বিষয়টি নির্বাচন কমিশনের অধীনে থাকে। তাছাড়া কেউ ভারতের নাগরিক কিনা? তা আধার কার্ড বা ভোটার কার্ড দেখে যাচাই করার দায়িত্ব কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের।”এরপরই   কলকাতা হাইকোর্ট জানায় -‘ এ ব্যাপারে আদালত কোন হস্তক্ষেপ করবেনা ‘। 

Leave a Reply