নির্বাচনী জনসভা থেকে অধীর চৌধুরীকে ছাগলের তৃতীয় বাচ্চা বলে কটাক্ষ ফিরহাদ হাকিমের।

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে সোমবার লোকপুর গোঁসাই মন্দির ময়দানে নির্বাচনী জনসভার আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। উপস্থিত বক্তারা সকলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক প্রকল্পের বিভিন্ন দিকগুলি তুলে ধরেন। লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, রূপশ্রী ইত্যাদির কথা উল্লেখ করেন। এই দিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বক্তব্যের মাধ্যমে কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে ছাগলের তৃতীয় বাচ্চা বলে কটাক্ষ করেন।তিনি বলেন সম্প্রতি বিহারের এক বৈঠকে দেশের তাবড় তাবড় নেতারা মিলিত হয়েছিলেন সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে জোট করতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমিও গিয়েছিলাম। সেখানে দেশের সমস্ত রাজনৈতিক নেতারা সকলেই একযোগে বলছেন দিদি আপনি এগিয়ে চলুন আপনার সাথে আমরা আছি। একসাথে জোটবদ্ধ হয়ে আপনার নেতৃত্বে লড়াই করতে বদ্ধপরিকর বিজেপির বিরুদ্ধে। অথচ রাজ্যের কংগ্রেস নেতা ছাগলের তৃতীয় বাচ্চার মত তিড়িং তিড়িং করে লাফাচ্ছে।সেই সাথে সিপিএমকেও তিড়িং তিড়িং করে লাফাচ্ছে হলে কটাক্ষ করেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের টাকা, আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়া এবং অন্যান্য দুর্নীতির বিরুদ্ধেও কেন্দ্রকে তুলোধনা করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা,বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী, বিধায়ক অভিজিৎ সিংহ,জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ, খয়রাসোল ব্লক তৃণমূল সভাপতি কাঞ্চন অধিকারী সহ অন্যান্য নেতৃত্ব।

Leave a Reply