Spread the love

নির্ধারিত দিনেই কলকাতা পুরসভার ভোট, বকেয়া পুরসভা গুলির দ্রুততা চায় হাইকোর্ট 

মোল্লা জসিমউদ্দিন
বুধবার দুপুরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে উঠেছিল পুরভোট সংক্রান্ত মামলা।যেখানে কলকাতা পুরসভার ভোট হবে নির্ধারিত দিনেই, তা ফের জানিয়ে দিলো কলকাতা হাইকোর্ট। পাশাপাশি বকেয়া পুরসভা গুলির ভোট মিটুক দ্রুততায়।তা স্পষ্ট করে দিলো এদিন আদালত। সব বকেয়া পুরসভায় একসঙ্গে ভোট করার দাবি জানিয়ে সম্প্রতি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। এই মামলায় এদিন অন্তর্বর্তী নির্দেশ দিল হাইকোর্ট। ১৯ ডিসেম্বর কলকাতা পুর নিগমের ভোট নিয়ে কোনও আইনী বাধা রইল না। তবে বাকি পুরসভাগুলিতে যাতে দ্রুত নির্বাচন করা যায়, সেই নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।কম দফাতে ভোট করার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ এদিন পুরভোট সংক্রান্ত মামলায় অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে। পুরভোট আগেই ঘোষণা করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন কর্তৃপক্ষ । আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরভোট ঘোষণা হয়।  ভোট ঘোষণা হওয়ার পর পর ভোট বন্ধ করে দেওয়ার নজির খুব কমই আছে। তাই ঘোষিত ভোটে কোনও বাধা থাকছে না। এরফলে ১৯ ডিসেম্বরেই হবে ভোট।মামলাকারীদের দাবি ছিল, সবকটি পুরসভা ও পুর নিগমের ভোট একই দিনে করতে হবে। সব ভোটের গণনা করতেও হবে এক দিনেই। সেই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়নি। বলা হয়েছে, বাকি পুরভোটগুলি দ্রুত করতে হবে। রাজ্য সরকার ও রাজ্য নির্বাচনকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা আলোচনায় বসে দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেয়। রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল যে পরিমাণ ইভিএম আছে, তাতে এক দফায় ভোট করতে অসুবিধা হবে। কমিশনের এই যুক্তিতে সন্তুষ্ট  হয় আদালত।বিজেপির আইনজীবীর দাবি, একটা জায়গায় আগে ভোট হলে, আগামী ভোটে সেই ফলাফলের প্রভাব পড়বে। তাই বিজ্ঞপ্তি খারিজ করার দাবি তোলা হয়। দাখিল পিটিশনে উল্লেখ ছিল, ভোট ছ মাসের মধ্যে করতে হবে। সেই সংক্রান্ত আইনও আদালত কক্ষে দেখিয়েছিলেন বিজেপির আইনজীবী । সেই মামলার শুনানি শেষ হয় আগেই। আজ অন্তর্বর্তী নির্দেশ দিল আদালত।গত মঙ্গলবার পুরভোট সংক্রান্ত এন্য একটি মামলায় সব বুথে সিসিটিভি বসানোর নির্দেশ দিয়েছে আদালত। পুরভোটে এবার বুথের সংখ্যা বেড়েছে। প্রায় ১৫০০ বুথে হবে ভোটগ্রহণ। সেই সব বুথে সিসিটিভির প্রয়োজন আছে বলে আবেদন জানিয়েছিলেন মামলাকারী । শেষ বিধানসভা নির্বাচনেও হিংসার ঘটনা ঘটেছে। ভোটের দিন যাই হোক না কেন, পরে আদালতে যেতে হলে আর কোনও প্রমাণ পাওয়া যায় না। তখন এই ফুটেজগুলি গুরুত্বপূর্ণ হতে পারে বলে আবেদনে উল্লেখ করেন মামলাকারী । স্ট্রংরুমেও সিসিটিভির বসানোর আর্জি জানানো হয়। মামলার শুনানিতে সব বুথে সিসিটিভি মোতায়েন করার নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। বুধবার কলকাতা হাইকোর্টের তরফে অন্তবর্তী নির্দেশিকায় জানানো হয়েছে যে, আগামী ১৯ ডিসেম্বর রাজ্য নির্বাচন কমিশন দ্বারা ঘোষিত কলকাতা পুরসভার ভোটে কোন হস্তক্ষেপ গ্রহণ করতে রাজি নয় আদালত। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *