নিরুপ-এর স্বপ্নপূরণ

সেখ সামসুদ্দিন, ২৭ নভেম্বরঃ গত ১৭ ই অক্টোবর বর্ধমান কার্জন গেটের সামনে থেকে যাত্রা শুরু পরিবেশ রক্ষার ও পথ সচেতনতার বার্তা নিয়ে বেরিয়ে পড়েন প্রিয় নায়ক অক্ষয় কুমারের সাথে দেখা করতে। পাল্লা রোডের নিরুপ কান্তি ঘোষ-এর লক্ষ্য ছিল ৪০দিনে যাত্রা সম্পূর্ণ করার, কিন্তু ১দিন দেরিতে ৪১দিনের সকাল পৌঁছালেন মুম্বাইতে অক্ষয় কুমারের বাড়ি। সাক্ষাৎ হল তার প্রিয় তারকা অক্ষয় কুমারের সাথে।

Leave a Reply