‘নিরাপত্তার জন্যই তদন্ত কমিশন’ হলফনামায় সুপ্রিম কোর্ট কে রাজ্য

মোল্লা জসিমউদ্দিন ,
গত ২৬ জুলাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে আড়ি পাতা অর্থাৎ পেগাসাস ইস্যুতে তদন্ত কমিশন নিযুক্ত করেছেন। যার নেতৃত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির মদন লোকুর এবং কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির জ্যোতিময় ভট্টাচার্য। এই তদন্ত কমিশন ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে তাদের প্রাথমিক কাজকর্ম শুরু করে ফেলেছেন। ঠিক এইরকম পরিস্থিতিতে এই তদন্ত কমিশন গঠন কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দাখিল করে থাকে এক স্বেচ্ছাসেবী সংস্থা। আজ অর্থাৎ বুধবার ছিল সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি।সেখানে রাজ্য সরকার হলফনামা জমা দেয়।নিরাপত্তার স্বার্থেই তদন্ত কমিশন তা সুপ্রিম কোর্ট কে জানিয়ে দেয় রাজ্য।রাজ্য জানিয়েছে -‘ পেগাসাস কান্ডের সাথে বাংলার মানুষের স্বার্থ জড়িত আছে। তাদের আত্মবিশ্বাস বাড়াতে এবং বিদেশি কোন স্পাইওয়ার যাতে ফোনে আড়ি না পাততে পারে।তা নিশ্চিত করতে এই কমিশন গঠন করা হয়েছে ‘। পাশাপাশি মামলাকারী স্বেচ্ছাসেবী সংস্থার সাথে আরএসএস সংগঠনের যোগাযোগ আছে বলে রাজ্যের তরফে অভিযোগ তোলা হয়। মামলাকারীদের দাবি – পেগাসাস ইস্যুতে মামলা টি সুপ্রিম কোর্টের বিবেচনাধীন।এটি কেন্দ্রীয় বিষয়। রাজ্য সরকারের কমিশন গঠন পুরোপুরি বে আইনী।  সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত নুতন বেঞ্চে এই মামলা চলছে।তবে রাজ্য সরকারের তদন্ত কমিশনের উপর কোন স্থগিতাদেশ জারি করেনি সুপ্রিম কোর্ট। 

Leave a Reply