নিয়োগ দুর্নীতি মামলায় ইডির ভূমিকা নিয়ে ক্ষুব্ধ বিশেষ আদালত
মোল্লা জসিমউদ্দিন
বুধবার ব্যাঙ্কশাল আদালতে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলে । বড় দিনের ছুটির আগেই হতে পারে চার্জ গঠন।এদিন ব্যাংকশাল আদালতে অভিযুক্তদের হাজির করানো হয়। অভিযুক্তদের একাংশ আইনজীবী মারফত জামিনের আবেদন করেছিলেন। আবেদন মঞ্জুর করে ১০০০ টাকা করে ব্যক্তিগত বন্ডে জামিন দেয় আদালত ।সেই সঙ্গে বড়দিনের ছুটির আগেই চার্জ গঠন করে ট্রায়াল শুরু করতে চায় আদালত । বুধবার ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, অয়ন শীল, শান্তনু বন্দ্যোপাধ্যায় ও সন্তু গঙ্গোপাধ্যায়।একই সঙ্গে এদিন ইডির ভূমিকা ও কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আদালত। ইডিকে আদালতের প্রশ্ন, -‘ কপিগুলো কেন সময় মতো অভিযুক্তদের দেওয়া গেল না? ‘ কলেজ পড়ুয়াদের মানসিকতার সঙ্গে তুলনা বিচারকের। কলেজের পরীক্ষা শুরু সকাল সাড়ে দশটায়। আর দশটা দশে জামা কাপড়, পেন নিয়ে হস্টেল থেকে ছুটছেন! এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২০ ডিসেম্বর।। ব্যাংকশাল আদালতে ইডি এজলাসে চলেছে নিয়োগ মামলার শুনানি। এদিন চার্জ গঠনের কথা ছিল। নিয়োগ মামলায় ইতিমধ্যে জামিনে মুক্তি পেয়েছেন একাধিক অভিযুক্ত। এদিন আদালতে তাঁদের অনেকেই উপস্থিত না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারক। জামিনে মুক্তদের সময়ে নোটিস না দেওয়া নিয়ে এদিন ইডির ভূমিকারও তীব্র সমালোচনা করেন বিচারক। আদালতে তিনি বলেন, -‘ইডির পক্ষ থেকে এখনও পর্যন্ত প্রত্যেককে মামলার কপি দিতে পারেনি। অনেকেই মামলায় জামিন পেয়ে গিয়েছে। সকলের উপস্থিতি ছাড়া বিচার প্রক্রিয়া শুরু করা সম্ভব নয়’। এরপরই মামলার চার্জ গঠনের প্রক্রিয়া এদিন স্থগিত করে দেন বিচারক।আদালত সূত্রে প্রকাশ , আগামী ২০ ডিসেম্বর দুপুর ২ টোয় পরবর্তী দিন ধার্য করেছেন বিচারক। ওই দিনই মামলার চার্জ গঠন হতে পারে। এদিন ভার্চুয়াল শুনানিতে উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, শান্তনু বন্দ্যোপাধ্যায়, অয়ন শীলরা। মামলায় মোট অভিযুক্ত রয়েছেন ৫৪ জন।