নিম্ন আদালতে আর্থিক দুর্নীতি মামলায় হস্তক্ষেপ নয়, জানালো ডিভিশন বেঞ্চ

মোল্লা জসিমউদ্দিন,

মঙ্গলবার সন্দীপ ঘোষ-সহ ৫ অভিযুক্তের আর্থিক দুর্নীতি মামলায় নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ায় কোনওরকম হস্তক্ষেপ নয় জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আরজি কর কাণ্ডের সিবিআই দুর্নীতি মামলা এদিন এই নির্দেশ জানিয়ে দিল বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ।আরজিকর দুর্নীতি মামলার তদন্তে উঠে আসা নির্ভরযোগ্য নথি পেতে সন্দীপ ঘোষদের নিম্ন আদালতে আবেদন করতে বলল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ জানায়, -:আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে ওই সংক্রান্ত নথি চেয়ে অভিযুক্তেরা আবেদন করতে পারবেন’।উল্লেখ্য, আরজি করের আর্থিক দুর্নীতির মামলা চলেছে আলিপুর সিবিআইয়ের বিশেষ আদালতে। আর এই বিষয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবার স্পষ্টত জানিয়ে দিয়েছে, আগামী ৩ মার্চের মধ্যে আরজি করের আর্থিক দুর্নীতির দায়ে যাদের গ্রেফতার করা হয়েছে সেই সব অভিযুক্তদের প্রয়োজনীয় নথি পরীক্ষার কাজ দ্রুত শেষ করতে হবে। ডিভিশন বেঞ্চ জানায়, কীভাবে বিচার প্রক্রিয়া সংগঠিত হবে সেই বিষয়ে প্রয়োজনীয় কিছু নথি লাগলে তা বিশেষ আদালতের বিচারক এবং সমস্ত পক্ষের আইনজীবীদের নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নিতে পারে বলে মত আদালতের।২০২৪ এর ৯ অগাস্ট আরজি করে ঘটে যায় নির্মম ঘটনা। কর্মরত অবস্থায় এক জুনিয়র চিকিৎসককে ওঠে ধর্ষণ করে খুনের অভিযোগ। আর তারপর থেকেই উত্তাল হয় রাজ্য রাজনীতি। দিকে দিকে প্রতিবাদের ঝড় উঠে। চিকিৎসকদের প্রতিবাদের ডাকে তিলোত্তমার বিচারের দাবিতে রাত জাগেন সকলেই। শুধুমাত্র কলকাতা নয়, বঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দেখা যায় প্রতিবাদের আঁচ। প্রথমে এই ঘটনার তদন্তে নামে রাজ্য পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। তারপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এই ঘটনার তদন্তে নেমে গ্রেফতার করে সঞ্জয় রায়কে। আর এই ঘটনায় ইতিমধ্যেই শিয়ালদহ আদালতের তরফ থেকে আরজি করের মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে দেওয়া হয় আমৃত্যু কারাবাস। অপরদিকে এই ঘটনা পরবর্তীতে আর্থিক দুর্নীতির অভিযোগ ঘিরে চলছে দুর্নীতি বিষয়ক মামলা।

Leave a Reply