নিট পরীক্ষা স্থগিত নয়, সুপ্রিম কোর্ট
মোল্লা জসিমউদ্দিন,
সোমবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট জানিয়ে দিলো – ‘নিট পরীক্ষা স্থগিত নয়’। কয়েকজন পরীক্ষার্থীর আবেদন মেনে ১৬ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নষ্ট করার প্রয়োজন নেই বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার সর্বভারতীয় নিট পরীক্ষা স্থগিত করার আবেদন সংক্রান্ত মামলার পিটিশনের শুনানি ছিল সুপ্রিম কোর্টে।করোনা আবহে এই পরীক্ষা স্থগিত চেয়েছিল বেশ কয়েকজন পড়ুয়া।এই আবেদন টি খারিজ করে থাকে সুপ্রিম কোর্ট। সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরবার চেস্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার।গত ১ আগস্ট থেকে নিটের স্নাতকোত্তর পরীক্ষা শুরুর কথা ছিল।তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সমস্তপক্ষদের নিয়ে বৈঠক করে জানিয়েছেন – আগামী ১২ সেপ্টেম্বর থেকে এই পরীক্ষা শুরু হচ্ছে।কয়েকদিন আগে পর্যন্ত সারাদেশে দৈনিক সংক্রমণ ছিল ৪০ হাজারের মতো। এখন তা কমছে। বর্তমানে ৩৮ হাজারের মতো করোনা সংক্রমণ ঘটছে।সেইসাথে মৃত্যুর হার কমছে সারা দেশে।আবেদনকারী পড়ুয়াদের দাবি ছিল – নিটের অন্তর্ভুক্ত মেডিকেল এন্ট্রাস।যারা মেডিকেল এন্ট্রাসে বসবে তাদের সমস্যা একই সময়ে অন্যান্য পরীক্ষার সময়সূচি থাকায়।তবে ১৬ লক্ষ পড়ুয়াদের কথা ভেবে সুপ্রিম কোর্ট নিট পরীক্ষা স্থগিত করলো না।আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এই পরীক্ষা।