সুভাষ মজুমদার,
অভিনব উদ্দ্যোগ নিয়ে সারা ফেললেন দ্বিতীয় দফায় তারকেশ্বর বিধানসভার বিধায়ক রামেন্দু সিংহ রায়।
বিধান সভায় টিকিট পাওয়ার পর সাধারণ মানুষ কে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন বর্তমান বিধায়ক, তার একটি হলো এলাকার বয়স্ক দের জন্য বিধায়ক থাকাকালীন চিকিৎসা ভার বহন করবেন শুধু তাই নয় তাদের স্বাস্থ্য পরীক্ষা থেকে ঔষধ খরচ সমস্ত কিছুই বহন করার সংকল্প নেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহরায় আজ 12 সেপ্টেম্বর তারকেশ্বর চাউলপট্টি মোড়ে রবিবার এই স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হয়।