Spread the love

আমিরুল ইসলাম,  

 চলতি মাসের শেষের দিকে এক সংবাদ মাধ্যমের  পক্ষ থেকে শিয়ালদহ কৃষ্ণপদ হলে রবীন্দ্র -নজরুল জন্মদিন উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।ওইদিন জ্ঞানীগুনী ব্যক্তিবর্গের উত্তরীয়,স্মারক দিয়ে সংবর্ধনা জানান উদ্যোক্তারা। কবিদের স্মরণে তাদের লেখা কবিতা প্রতিযোগিতা আয়োজন করা হয়।প্রথম,দ্বিতীয়,তৃতীয়জনকে বিশেষ পুরস্কার ছাড়াও সকল কে সান্তনা পুরস্কার দেওয়া হয়।ওইদিন বীরভূম,সুন্দরবন,মুর্শিদাবাদ,নদীয়া,হাওড়াস হ কলকাতার থেকে বহু কবি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় শতাধিক কবি,সাহিত্যিকদের নিয়ে এক বিশেষ সাহিত্য সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গভূষণ খ্যাত সমাজসেবী তথা আইনজীবী এম এ ওহাব।তিনি বলেন,-‘ রবীন্দ্র- নজরুল স্মরণ অনুষ্ঠানে তাদের কথায় কবিতায় আমাদের ফিরিয়ে আনতে হবে, আর এই কবি সাহিত্যিকরাই পারেন সমাজকে সুষ্ঠুভাবে গঠন করতে’।সভাপতি সুমিতা চক্রবর্তী বলেন,-‘আমরা এমনই অনুষ্ঠান করে থাকি,আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আগামী দিনে আরো বেশি সমাজসেবা মূলক কাজ করতে পারব’।এছাড়াও ছিলেন দেবাশিস চক্রবর্তী, তুষার কান্তি মুখোপাধ্যায়, মুজিবর রহমান,রমিতা মজুমদার, চিন্ময়ী বিশ্বাস,সামসাদ বেগম প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *