২৪ সেপ্টেম্বর, সেখ সামসুদ্দিনঃ শ্লীলতাহানীর অভিযোগে বর্ধমান শহরের স্কাইলার্ক নার্সিংহোমে এক রোগিনীর শ্লীলতাহানির অভিযোগে এক ওয়ার্ড বয়কে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এলাকার এক জনৈক পরিবারের রোগিনীকে এই নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। মধ্যরাতে এক ওয়ার্ডবয় স্টেথো নিয়ে রোগিনীর বুকে হাত দেওয়া ও শ্লীলতাহানির চেষ্টা করে। ফলে সকালেই রোগিনীর পরিবার নার্সিংহোম থেকে নিয়ে চলে যান। তার আত্মীয় এলাকাবাসীদের জানালে এলাকার যুবকরা তাকে ধরে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেন। এলাকাবাসীদের দাবি নার্সিংহোমগুলি কম লাভ বেশি পরিষেবা দেওয়ার পরিবর্তে বেশি লাভ কম পরিষেবা দিয়ে থাকে। এদের লাইসেন্স থাকার বিষয়ে কর্তৃপক্ষের ভাবা উচিৎ এবং অভিযুক্তের কঠিন থেকে কঠিনতর সাজা হওয়া উচিৎ। অভিযুক্ত নিজেও মিডিয়ার সামনে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নেয়।