নারী নির্যাতনের বিরুদ্ধে এবং মহিলাদের মর্যাদা রক্ষার্থে অঙ্গীকার যাত্রা সম্পর্কে আলোচনা সভা

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
মহীয়সী নারী বেগম রোকেয়ার জন্মদিন ও মৃত্যু দিন স্মরণে এবং দিল্লির নির্যাতিতা নির্ভয়া দিবসকে সামনে রেখে “জাগো নারী জাগো বহ্নিশিখার”- আহ্বানে আগামী ৯ থেকে ১৬ ই ডিসেম্বর অঙ্গীকার যাত্রার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই উপলক্ষে ৯ ই নভেম্বর রবিবার মুরারই কবি নজরুল কলেজের সভাকক্ষে আলোচনা সাপেক্ষে গঠিত হয় অভ্যর্থনা কমিটি। নিরুপমা রায়চৌধুরী সভাপতি ও রিনিতা মুখার্জীকে সম্পাদক করে ৫০ জনের একটি কমিটি গঠিত হয় বলে সংগঠন সূত্রে জানা যায়। এদিন আয়োজকদের পক্ষ থেকে আরো জানানো হয় অঙ্গীকার যাত্রা শুরু হবে ৯ ই ডিসেম্বর শিলিগুড়িতে। এরপর সেখান থেকে বিভিন্ন জেলা অতিক্রম করে ১৬ই ডিসেম্বর কলকাতায় পৌঁছবে এবং কলেজ স্ট্রিটে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে বড় সমাবেশ অনুষ্ঠিত হবে । অনুরূপ অপরপ্রান্তে পুরুলিয়া থেকেও একটি দল কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে। সেটা ঝাড়গ্রাম ,কাকদ্বীপ সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই অঙ্গীকার যাত্রা চলবে এবং ১৬ই ডিসেম্বর একত্রে কলকাতায় সমাবেশস্থলে পৌঁছবে।
“জাগো নারী জাগো বহ্নিশিখা”- মুরারই অভ্যর্থনা কমিটির সহ সম্পাদক অর্চনা সরকার পত্র মারফত কর্মসূচির কথা ব্যাক্ত করেন।

Leave a Reply