নারী,

সোমা দেবনাথ দাস

আমি নারী, বাঁধতে পারি চুল
গাইতে পারি আপন মনে গান,
ভালোবাসার চাদর বিছিয়ে দিতে পারি,
সহজে ভুলে যেতে পারি সকল অপমান।
আমি নারী, ছুঁতে পারি পাহাড়চূড়া,
মহাকাশেও যেতে পারি
অবকাশ নেওয়ার সময় যে নেই-
কারণ আমি এখন সীমান্তের প্রহরী।
আমি নারী, সন্তানদের সকল বিপদ
নিজের ওপর নিয়ে নিতে পারি,
সন্তানরা হাসিমুখে থাকবে বলে
নিজের সকল সুখ ভাসিয়ে দিতে পারি।
আমি নারী, সব পারি
সৃষ্টি ধ্বংস এমন কি রঙ্গমঞ্চ।

Leave a Reply