নাবালিকাকে উদ্ধার করলো প্রশাসন,বোলপুরে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বোলপুর শহর এলাকার তেরো বছরের এক নাবালিকা কন্যার বিয়ে ভেস্তে দিলো প্রশাসন। ঐ কিশোরী নাকি বিয়ে করার উদ্দেশ্যে বোলপুরের হাটতলা থেকে দেবেন্দ্রগঞ্জে চলে যায় বলে খবর।এরকম ঘটনার কথা বৃহস্পতিবার চাইল্ড লাইনের কাছে আসতেই,তাদের প্রতিনিধি মধুমিতা হাজরা, ফজলুল হক, ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির প্রতিনিধি মহিউদ্দীন আহমেদ সহ বোলপুর থানার পুলিশের সহযোগিতায় ঐ কিশোরীকে উদ্ধার করা হয়।এবং স্বাস্থ্য পরীক্ষার পর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে প্রোডাকসন করা হয়।বিবরণে জানা যায় যে, কিশোরী বিবেকানন্দ বিদ্যাপীঠে ষষ্ঠ শ্রেনী পর্যন্ত পড়াশুনোর পর বছর দুয়েক পূর্বে পারিবারিক অভাবের কারনে পড়াশুনো ছেড়ে দেয়। খোদ বোলপুর শহরের মধ্যেই নাবালিকা কন্যার বিয়ে নিয়ে চিন্তিত প্রশাসনিক মহল থেকে সমাজকর্মীরা। ডিএলএসএ প্রতিনিধি মহিউদ্দীন আহমেদ বলেন, এত প্রচার সচেতনতার পরও বাল্যবিবাহ বন্ধ হচ্ছে না, যা চিন্তার বিষয়।

Leave a Reply